চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ রামু উপজেলার এক মাদক পাচারকারীকে আটক করেছে।
৬ সেপ্টেম্বর (রবিবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকার চর চাক্তাই সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ওই মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটক মাদকব্যবসায়ী নুরুল আমিন (১৯)রামুর খুনিয়া পালং- দেচুয়া পালং এলাকার।
আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিদর্শক মোঃ মোজাম্মেল হক।