বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশনের ব্যর্থ ঘোষণা করে পদত্যাগের দাবিতে টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) বিকালে টেকনাফ উপজেলা পরিষদ গেইটের সামনে প্রধান সড়কে টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এক পথসভা পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী,পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার কামাল আনু,সহ-সভাপতি তাজুল ইসলাম,সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-দপ্তর সম্পাদক নুরুল আলম দস্তগীর,পৌর যুবদলের আহবায়ক আব্দুল শুক্কুর,সদস্য সচিব মোঃ আয়ুব,পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক হাফেজ তৈয়ুব আরমানী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিঃ যুগ্ম আহবায়ক মোঃ ওমর,উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,পৌর বিএনপির সদস্য প্রতিবন্ধী হাফেজ আহমদ,আব্দুর রহিম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ আলম,সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ,২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমিন,সাধারণ সম্পাদক কবির আহমদ,সাংগঠনিক সম্পাদক জাফর আলম, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর,সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ,বিএনপিনেতা মোঃ তাহের,মোস্তাক আহমদ,পৌর ছাত্রদলের সিঃ যুগ্ম আহবায়ক তারেক আহমদ সাগর,যুবনেতা আব্দুল গফফার,মোঃ আলম পুতু,মোবারক হোসেন ভূইয়া, রহমত উল্লাহ, এবায়দুল্লাহ,নুরুল আলম,নুরকবির,ইব্রাহীমসহ বিএনপি,যুবদল,ছাত্রদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
পথসভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠ ভোট গ্রহণের স¤পূর্ণ ব্যর্থ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ব্যর্থ নির্বাচন কমিশন দিয়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। যা বার বার প্রমাণিত হয়েছে। অযোগ্য নির্বাচন কমিশনের পদত্যাগ ছাড়া বিকল্প কিছু নেই। অবিলম্বে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান বক্তারা।