চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়িতে ঢুকে আব্দুল হক নামের সাবেক এক ইউপি চেয়ারম্যানকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হক কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
সোমবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু। তিনি বলেন, সকাল ১০টার দিকে কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হককে হত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।