রোবাবার (৩০ আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ধর্ষক সরই ইউপির ৫নং ওয়ার্ড পুইট্টাঝিরির বাসিন্দা ইসহাকের ছেলে নুরুলহুদা।
নরুল হুদা এই নারীকে তার ৬ সহযোগী মিলে গণধর্ষণ করার এই অভিযোগ করেন ধর্ষিতা।
আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলটি আমার ইউনিয়নে পড়েছে, তবে ধর্ষকরা সবাই সরই ইউনিয়নের বাসিন্দা। ঘটনাটি মর্মান্তিক। মেয়েটি যেন ন্যায় বিচার পায় সেই দাবি করছি।
এ ব্যাপারে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, এই ঘটনায় লামা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৯-এর ৩ ধারায় মামলা হয়েছে।