মহেশখালীতে পেশাদার সাংবাদিকদের নিয়ে সদ্য অনুমোদিত মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত।
১২ই (ফেব্রুয়ারী) শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার চালিয়াতলী সংগঠনের এক অস্থায়ী কার্যালয়ে সভাপতি এ.এম হোবাইব সজীবের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সালমান এম রহমানের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি এ.এম হোবাইব সজীব বলেন, ” মহেশখলী অনলাইন প্রেসক্লাব বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের নানা সমস্যা এবং তাদের অধিকার নিয়ে সচ্ছতার সহিত কাজ করবে ” আলোচনা সভায় আরো উপস্থিত
থেকে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম দাশ, সাংগঠনিক সম্পাদক রকিয়ত উল্লাহ, অর্থ সম্পাদক কফিল বিন আমির, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সায়েফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিছবাহ উদ্দীন (আরজু), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হারুন মির্জা, সদস্য আজিজুল হক আজু ও ইমরান নাজির।