ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) এর রেজিস্ট্রার ভুক্ত সংগঠন “প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ” এর উখিয়া উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকালে আব্দুল গফুর নান্নুকে সভাপতি, বেলাল হোসেন সাঈদীকে সিঃ সহ-সভাপতি, কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক, নুরুল আবছার বাপ্পাকে যুগ্ন-সম্পাদক ও মোহাম্মদ ওবাইদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫৯ সদস্য বিশিষ্ট উখিয়া উপজেলা কমিটি অনুমোদন করেছে কক্সবাজার জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো: রমজান ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম।
প্রথম পাতা
এর আগে বিকাল ৩টায় সদ্য অনুমোদিত কমিটির সভাপতি আব্দুল গফুর নান্নুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় উখিয়া নুরুল ইসলাম বিএম ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজের হল রুমে উখিয়ার ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রমজান ইসলাম রুবেল, প্রধান বক্তার বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম।
দ্বিতীয় পাতা
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম, পেকুয়া উপজেলা সভাপতি মিজানুর রহমান, উখিয়া উপজেলা কমিটির সিঃ সহ-সভাপতি বেলাল হোসেন সাঈদী, সহ-সভাপতি সুরুত আলম, সহ-সভাপতি এসএম কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক শারমিন এরশাদ চুমকি’সহ প্রমূখ।
এসময় উপজেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।