উখিয়া উপজেলার পালংখালীর ইউনিয়নের মৃতঃ আব্দুল মান্নানের সুযোগ্য সন্তান হাবিবুল বাশার হাবিব (৩৮) আজ ২ নভেম্বর বুধবার সকাল ০৭ ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) তিনি দীর্ঘদিন যাবত জটিল রোগে ভুগছিলেন।
ক্ষণজন্মা হাবিবুল বাশার ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি একাধারে পালংখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ৩৮ বছর জীবণে ২ যুগের ও বেশী সময় তিনি সুশৃঙ্খল রাজনৈতিক জীবন পার করেছেন। তিনি অত্যন্ত সাহসী ছাত্রনেতা হিসেবে সমাদৃত ছিলেন। যুবদল নেতা হাবিবুল বাশারের অকাল মৃত্যুতে পুরো উপজেলায় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,ধর্মীয় সংগঠন শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েন। তিনি মৃত্যুকালে সহধর্মিণী, ১ছেলে ১মেয়ে,ভাই-বোন,অাত্বীয়-স্বজন,পাড়াপড়শিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অদ্য আছরের নামাযের পর পূর্ব ফারির বিল কবরস্থানের মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। তার জানাযায় উখিয়া-টেকনাফের সাবেক সংসদ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরীসহ অসংখ্য লোকজন অংশ গ্রহণ করেন।