বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের উপবন পর্যটন লেকে নির্মিত ২২টি শিল্প কারুকাজসহ রংধনু পয়েন্ট এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসাক দাউদুল ইসলাম ।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বান্দরবান জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম উপবন পর্যটন লেক পরিদর্শনের শেষে উপবন লেকের ২২টি শিল্প কারুকাজ সম্পন্ন হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অফরিন কচি’র বাস্তবায়নে রংধনু পয়েন্টটি তিনি উদ্বোধন করেন।
উদ্বোধনের মধ্য দিয়ে চলমান উপবন লেকের রংধনু পয়েন্ট আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
বান্দরবান জেলা প্রশাসক উদ্বোধনকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অাফরিন কচি’র সার্বিক বিষয়ে প্রসংশা করে বলেন, উপবন পর্যটন লেকটি দারুন সুন্দর হয়েছে এবং এটি একটি চমৎকার উদ্যোগ।
উপবন লেকের রংধনু পয়েন্ট উদ্ধোধন সময়ে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অাফরিন কচি, সহকারি কমিশানার( ভুমি) অাশরাফুল হক, থানা’র অফিসার ইনচার্জ( ওসি) মুহাম্মদ অালমগীর হোসেন, জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি সসদর ইউপি চেয়ারম্যন নুরুল অাবছার ইমন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা মসজিদের ইমাম মৌলনা ফরিদুল আলম প্রমূখ।