আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে দিনরাত গণসংযোগ অব্যাহত রেখেছে মেম্বারপ্রার্থীরা। তৎমধ্যে একজন হেলাল উদ্দিন। এলাকায় তার মরহুম পিতার একটি সুনাম এবং সৎ ন্যায় পরায়ন সমাজ সেবক হিসেবে খ্যাতি রয়েছে। পিতার অবর্তমানে বিগত ২ বছর ধরে হেলাল উদ্দিন নিজেই ওয়ার্ডের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে কাজ করে গেছেন এবং সুখে-দুখে মানুষের পাশে ছিলেন।
গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কুতুপালং পূর্বপাড়া,পশ্চিমপাড়া,বড়ুয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করতে দেখা গেছে।
পিতার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দিনরাত ছুটছেন পথে প্রান্তে। তরুণ থেকে শুরু করে সকল ভোটারদের সমর্থন আছে তার পক্ষ্যে।
উল্লেখ্য যে, সম্প্রতি এ উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বখতিয়ার আহমদ মুত্যু বরণ করলে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্যের পদটি শূণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।