বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে উখিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে, উখিয়া বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে শেষ হয়। পরে উখিয়া উপজেলা ছাত্রদল ও উখিয়া বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোর্শেদুল হক ভুট্টো, সদস্য সচিব রিদুয়ানুর রহমান, কলেজ ছাত্রদলের আহবায়ক রাসেল মাহমুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আলী হোসেন সুমন, যুগ্ন-আহবায়ক ওমর ফারুক, জিয়াউল করিম রিয়াদ সহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে, ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। কারণ তিনি এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আর এটিই বর্তমান ভোটারবিহীন সরকারের আতঙ্কের কারণ।