টেকনাফ দমদমিয়া এলাকা অভিযান চালিয়ে দেশীয় ০৯ টি এসবিবিএল ও ০১ টি ওয়ানশুটারগান উদ্ধারসহ ০২ জন রােহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাত জকিরের শালা ও সহযোগীকে গ্রেফতার করেছেন র্যাব-১৫।
সোমবার (১ ফেব্রুয়ারি ) দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল টেকনাফ দমদমিয়া এলাকায় অভিযান পরিচালনাকালে পালিয়ে যাওয়ার সময় এই রােহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাত জকিরের শালা ও সহযোগীকে গ্রেফতার করে।
পরে জনসম্মুখে গ্রেফতার ব্যক্তিদের তল্লাশি করে দেশীয় ০৯ টি এসবিবিএল ও ০১ টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত আসামীরা হলেন কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকিরের শালা টেকনাফ শালবাগান ২৬ নং রােহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লক’র আজিজুল হক এর ছেলে বদি আলম ( ২০ ) ও তার সহযোগী মৃত আমির হােসেন এর ছেলে সৈয়দ হােসেন ( ৫৫ )।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।