টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কক্সবাজার রামু ধলির ছড়া এলাকার মো. গুরা মিয়ার পুত্র মো.রুবেল (২৭), মহেশখালী পৌরসভা রনজিত কুমার দে’র পুত্র সুজিদ দে (২১), একই এলাকার আব্দুল হাকিম’র পুত্র মো.আলমগীর প্রকাশ ফরিদ (২০), টেকনাফ হোয়াইক্যং খারিঙ্গাঘোনা এলাকার হরি পদ শর্মার পুত্র ছোটন শর্মা রুপন (২৫)।
৩ এপ্রিল (শুক্রবার) ভোর রাতর টেকনাফের হোয়াইক্যং কাটাখালী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, ভোর রাতে জানা যায় টেকনাফের হোয়াইক্যং ইয়াবা ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম এর নেতৃত্ব পুলিশের একটি দল হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ শত ৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে।
তিনি বলেন, আটক ৪ ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মকদক আইনে মামলা রুজু করে কক্সবাজার কারাগারে প্রেরন করা হয়েছে। মাদক পাচার প্রতিরোধ ও কারবারীদের আটক করতে পুলিশ সদস্যরা সদা প্রস্তুত রয়েছে।