টেকনাফে র্যাব অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরী অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।আটক অস্ত্র ব্যবসায়ী হল, টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭ নং ওয়ার্ড এলাকার নুরুল ইসলাম এর ছেলে মোঃ হোছেন(২৪)।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়ার পক্ষে মোহাম্মদ আব্দুল্লাহ শেখ সাদী বলেন, টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বায়তুল নুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা অবৈধ অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ কক্সবাজার এর একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে বিকেল পাঁচটার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করলে রেবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় মোঃ হোছেন নামে এক ব্যক্তিকে আটক করে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।
তিনি বলেন, আটক অস্ত্র ব্যবসায়ীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি অবৈধ অস্ত্র টেকনাফ সীমান্তবর্তী এলাকায় সংগ্রহ করে তিনি বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেন। অস্ত্রসহ আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।