কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীতে একটি যাত্রবাহি বাস ডাকাতি হয়েছে। শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাস শনিবার ভোরে ডাকাতের কবলে পড়ে। এসব ডাকাতরা বাসের ভেতর এলোপাতাড়ি গুলি চালায়। ডাকাতদের গুলিতে আহত হয় বাসের ১০ যাত্রী। এসময় ডাকাতরা যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুট করে নিয়ে যায়। এরপর গুলিবিদ্ধ যাত্রীদের মধ্যে ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। বাকি ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে বাসটি।
আরো সংবাদ পড়ুন :চট্টগ্রাম কারাগারের অজ্ঞাত সেলে ওসি প্রদীপের বিলাসী জীবন
গুলিবিদ্ধ ১০ জনের অবস্থা আশংকাজনক হওয়ার তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানান চিকিৎসক। বাসে থাকা যাত্রীদের মধ্যে বেশীর ভাগই কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলো।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ জুবাইর জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ডাকাতদের ধরতে অভিযানও চলছে বলেও জানান তিনি।