সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট(শেড) এর উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা প্রকল্পের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে গুজব এবং মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচারে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে প্রভাব সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
বুধবার (০৯ ডিসেম্বর)উখিয়ায় এনজিও সংস্থা ‘পালস বাংলাদেশ’র অফিসে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট শেড’র ওরিয়েন্টেশনে অংশ গ্রহণকারীরা
এতে উপস্থিত ছিলেন এনজিও শেড’র ডেপুটি ডিরেক্টর মোঃ শওকত আলী, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকতার বিভিন্ন ধরন,ইতিবাচক, নেতিবাচক দিক ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম বিভাগের অধ্যাপক, দৈনিক সমুদ্রকন্ঠ সম্পাদক মঈনুল হাসান পলাশ, সহযোগী প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ, শেড’র ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার, মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রশিক্ষণ অনুষ্ঠানে উখিয়া প্রেসক্লাব সভাপতি এসএম আনোয়ার হোসেন, উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ,শেড’র প্রজেক্ট ম্যানেজার সাইফুদ্দিনসহ শেড’র সিনিয়র কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।