গত ২ আগস্টের পর এই প্রথম শনাক্তের সংখ্যা হাজারের নিচে নামতে দেখলো দেশবাসী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৪২৮ জনে। একইসময়ে এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৮৩৪ জনের শরীরে। গত ২ আগস্টের পর এই প্রথম শনাক্তের সংখ্যা কমতে দেখলো দেশবাসী। যদিও সেসময় ৮৮৬ জনকে শনাক্ত হতে দেখা যায়।
এদিকে, নতুন করে ৮৩৪ জন শনাক্ত হওয়ায় এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,০৮,০৯৯ জনে।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ১৬৩টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ৯,৯১২টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮.৪১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৬.০৮%। মোট মৃত্যুর হার ১.৪৬%।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১,৬৮৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫০,৪৮৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮.৬৬%।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্ব পরিস্থিতি:
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে ১৭,৪৯,৯৯৫জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭,৯৮,০২,৪৯৪ জন।