বনবিভাগের উদাসীনতায় ধ্বংসের পথে কক্সবাজারের বনাঞ্চল। তাই বন্যপ্রাণীরা বন ছেড়ে লোকালয়ে চলে আসতেছে প্রতিনিয়ত।
কক্সবাজারের রামু সেনা ক্যাম্প এলাকায় রামু-মরিচ্যা প্রধান সড়কে প্রতিদিন সন্ধার পর এভাবে বন্যহাতি রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে। এমনকি, মাঝেমধ্যে দিনের বেলায়ও রাস্তায় ঘুরাঘুরি করতে দেখা যায় বন্যহাতির দলকে। যার ফলে সড়কে গাড়িসহ শত শত পথচারী আতঙ্কে থাকে।
বন্যপ্রাণি সংরক্ষণ করা কি বনবিভাগের দায়িত্বে পড়েনা এমন প্রশ্ন সচেতন মহলের।