কক্সবাজারের উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উখিয়া উপজেলার সনামধন্য বিদ্যাপীঠ, আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের-২০১৭ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান।
শনিবার (০৯ জানুয়ারি) আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল।
১৭’ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আরমান ও মোহাম্মদ আবির মোস্তফার যৌথ সঞ্চালনায় এবং স্কুলের প্রতিষ্ঠাকালিন প্রধান শিক্ষক আলমগীর কবিরের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, অনুষ্ঠানকে অলংকৃত করেন, সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপি সভাপতি, শাহজাহান চৌধুরী।
বর্ণাঢ্য এ আয়োজনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন। সাবেক, উখিয়া উপজেলা চেয়ারম্যান, সরোয়ার জাহান চৌধুরী। টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক, জিয়াউল হক হান্নান। রাজাপালং কেজি এন্ড প্রি ক্যাডেট স্কুলের অধ্যাপক, জাহাঙ্গীর চৌধুরী। তরুণ সমাজ সেবক, সাদমান জামি চৌধুরী। উখিয়া প্রেসক্লাবের সভাপতি, সাঈদ মোহাম্মদ আনোয়ার। উখিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির জুসান। উখিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য, ফারুক আহমেদ। উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি, শফিউল ইসলাম আজাদ। উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, পলাশ বড়ুয়া। এ,কে,এম আজাদ। মোহাম্মদ ইমরান খান’সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।
দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় ছিল। উদ্বোধনী অনুষ্ঠান, পারস্পরিক পরিচিতি ও খোশগল্প, শিক্ষার্থীদের জন্য বিনোদনের ব্যবস্থা, খেলাধুলা, দুপুরের খাবার, সোনালী দিনের স্মৃতিচারণ, অতিথিবৃন্দের বক্তব্য, অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবারের এ মিলনমেলায় ২০১৭ সালের এসএসসি ব্যাচের ২-শতাধিক ছাত্র-ছাত্রী ও অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরান থেকে তেলোয়াত করেন। ২০১৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মামুন।