সারাদেশে সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে বই বিতরন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়ে কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ।
উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বদরুল আলম, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী, অভিভাবক ও উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জাহেদুল ইসলাম, শামশুল আলম,মৌসুমি বড়ুয়া, হাবিবুর রহমান প্রমুখ।