উখিয়া অনলাইন প্রেসক্লাব সদস্যদের মাঝে গ্যাস সিলিন্ডার ও চুলা বিতরণ করেছে উখিয়া উপজেলা প্রশাসন।
বুধবার (১৩ জানুয়ারী) বিকালে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ ও সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া।
পরে অনলাইন প্রেসক্লাবের ২৭ জন সদস্যদের মাঝে এসব গ্যাস সিলিন্ডার ও চুলা বিতরণ করেন অনলাইন প্রেসক্লাব’র সভাপতি/ সাধারণ সম্পাদক।