কক্সবাজারের সাংবাদিক সংগঠন উখিয়া অনলাইন প্রেসক্লাবকে সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন উখিয়া উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শপথ ও অভিষেক অনুষ্ঠান শেষে সভাপতি শফিক আজাদ ও সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া এসব স্বাস্থ্য সামগ্রী গ্রহণ করেন।
এ সময় উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সঞ্জুর মোরশেদ, সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব.) এম. ফজলুল করিম, জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটি যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।