কক্সবাজার – টেকনাফ সড়কে বাংলাদেশ টেলিভিশন টাওয়ার উখিয়া (বালুখালী) উপকেন্দ্র মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে নগদ টাক ও ৯ হাজার ৯ ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বুধবার (১৩ জানুয়ারি ) দুপুর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল বাংলাদেশ টেলিভিশন টাওয়ার উখিয়া উপকেন্দ্র মেইন গেইটের সামনে অভিযান পরিচালনাকালে পালিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
পরে জনসম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার সাথে থাকা পলিথিন ব্যাগ থেকে সর্বমোট ৯হাজার ৯৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামীরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলকার বশির আহম্মদ এর ছেলে মিজানুর রহমান ( ২০ ) ও আলী মিয়া এর ছেলে কামাল হােছন ( ১৯ )
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২ টার আটক ব্যক্তি ও ইয়াবা উদ্ধারের বিষয় প্রেসে বিজ্ঞপ্তির গণমাধ্যমকে নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।