উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২২ জানুয়ারী) সকাল ১১ টার দিকে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে খেলা উদ্বোধন করেন ৪ নং রাজপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ -সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন শাহীন, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ,রাজপালং ইউনিয়নের ইউপি সদস্য, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সালাহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক শেখ জিয়াউল হাসান রুবেল,রাইজিং স্টার সােসাইটি’র সভাপতি, সালাহ উদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ প্রমুখ।
এই সময় খেলার আয়োজকরা বলেন এই টুর্নামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে দীর্ঘ সাত বছর পর প্রাণ ফিরেছে উখিয়ায় ক্রীড়াঙ্গনে, ৩২ দলের অংশগ্রহণের নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্টে। উদ্বোধনী খেলায় পালংখালী খেলোয়ার সমিতিকে ৯ উইকেটে পরাজিত করে উখিয়া রাইডার্স।