উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের ৪ নং ওয়ার্ড কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে পাতাবাড়ীর খেওয়াছড়ি স্টেশন চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের সূচনা করেন
আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হলদিয়া পালং ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক সিকদার, স্বেচ্ছাসেবকলীগ উখিয়া উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ উখিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ জামাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ কাসেদ নুর, আনোয়ার সিকদার প্রমূখ। সম্মেলন সঞ্চালনায় করেন স্বেচ্ছাসেবক লীগ হলদিয়া পালং ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান জিকু।
পরে সকলের মতামতের ভিত্তিতে এম সাকের আলী খাঁনকে সভাপতি ও মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দশ উপদেষ্টা বিশিষ্ট ৫৪ সদস্যদের পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হয়।কমিটির মেয়াদকাল আগামী এক বছর।