উখিয়ার বালুখালী ৯নং ক্যাম্প থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৩৯পিস ইয়াবাসহ ফাতেমা বেগম(৪৩)নামের রোহিঙ্গা নারী পাচারকারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
শনিবার ২৯ আগস্ট রাত ৯টা ৪০ মিনিটের সময় বালুখালী পান বাজার পুলিশ ক্যাম্পের এস আই আক্তার এর নেতৃত্বে তাকে আটক করা হয়েছে।
আটক নারী পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সুত্রে জানাগেছে।
অভিযোগ পাওয়া গেছে, বালুখালী ৯নং ক্যাম্পের স্বামী পরিত্যক্ত আবদুল মিয়ার মেয়ে ফাতেমা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে খুচরা ও পাইকারী ইয়াবা ব্যবসা করে আসছিল।